তন্ময় চক্রবর্তী,২৮জুন,শিলিগুড়ি: স্কুলের ফিস মুকুবের দাবীতে পথ অবরোধ অভিভাবকদের ।শিলিগুড়ির ইস্কন রোডের একটি বেসরকারি স্কুলের ফিস মুকুবের দাবীতে পথ অবরোধ করলো স্কুলে পাঠ্যরত ছাত্রছাত্রীদের অভিভাবকরা। করোনার অতিমারীতে এমনিতেই স্কুল কলেজ এর মত প্রতিষ্ঠানগুলি বন্ধ। ঘর থেকেই অনলাইন ক্লাস করতে হচ্ছে ছাত্রছাত্রীদের।
বিক্ষোভরত অভিভাবকেরা বলেন, গত বছর থেকেই করোনার কারনে স্কুল বন্ধ হয়ে আছে।গত বছর স্কুলের যা ফিস হয় তা আমরা সময়মত পেমেন্ট করেছি। এই সেশনে স্কুল ফিস বাড়িয়েছে,আমাদের দাবী গত বারের যা ফিস ছিলো সেই ফিসেই যাতে নেওয়া হয়। সেই দাবীতে সোমবার কর্তৃপক্ষ তাদেরকে মিটিং এ ডেকেছিলেন। কিন্তু স্কুল কর্তৃপক্ষ আজ আচমকা স্কুল ফিস কমানোর বিষয়ে তাদের সাথে কোনো মিটিং এ বসবেন না বলে দেওয়ায় তারা কোনো উপায় না পেয়ে পথ অবরোধ করেন।
অভিভাবকদের তরফে স্কুল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করা হয়েছিল এবার স্কুল ফিস না বাড়িয়ে,গত বার যা ফিস নেওয়া হয়েছে এবারও যাতে সেই ফিস নেওয়া হয়।কারন করোনার কারনে এমনিতেই অর্থনৈতিক সংকটে রয়েছে প্রত্যেকেই। বিক্ষোভরত বেশিরভাগ অভিভাবকের বক্তব্য তারা অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন,তার উপর স্কুলের বর্ধিত ফিস তাদের উপর চাপ সৃষ্টি করছে। যা ন্যায় সঙ্গত নয়।
স্কুলের সামনে অভিভাবকদের দীর্ঘক্ষন পথ অবরোধের কারণে রাস্তায় যানজটের সৃষ্টি হয়ে পড়ে। এরপরে ভক্তিনগর থানার পুলিশ এসে পথ অবরোধ তুলে দেয়। শেষ পর্যন্ত অভিভাবকদের সাথে স্কুল কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো আলোচনা করেনি। স্কুলের ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা জানিয়ে দিয়েছেন বর্ধিত ফি’স তারা দেবেন না। ফলে সমস্যার নিরসন হলো না সোমবারও।