প্রসেনজিৎ রাহা,২০আগস্ট, মালদা: ফের টিয়া পাখি উদ্ধার হল ট্রেনে। বৃহস্পতিবার রাতে ডাউন যোগবানি কলকাতা গামি এক্সপ্রেস ট্রেনের S3 কামরা থেকে ঐ টিয়া পাখিগুলি উদ্ধার করলো মালদা টাউন জিআরপি। তবে পুলিল দেখেই পাচারকারী ট্রেন থেকে নেমে পালিয়ে যায়।
মালদা টাউন স্টেশনের জিআরপি আইসি ভাস্কর প্রধান জানান গোপন সূত্রে খবর পেয়ে জিআরপি কর্মীরা ডাউন যোগবানি এক্সপ্রেস তল্লাশি চালানোর সময় S3 কামড়ার বাথরুমের পাশ থেকে চারটি খাঁচায় বন্দি থাকা প্রায় ২৫০ টি টিয়া পাখি উদ্ধার করে।
এর আগেও জিআরপি পুলিশ যোগবানি ট্রেন থেকে ১৭৫ টি টিয়া পাখি উদ্ধার করেছিল। জি আর পির আইসি ভাস্কর প্রধান জানান পাখিগুলি ট্রেনে করে নিয়ে পাচারকারীরা কলকাতায় বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। উদ্ধার হওয়া টিয়া পাখি গুলি মালদা বনদপ্তর কর্মীদের হাতে তুলে দেওয়া হয়।