শিলিগুড়ি,২২মে,প্রসেনজিৎ রাহা:গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েও চিকিৎসার সাথে হার মানলেন জনপ্রিয় ভাওয়াইয়া শিল্পী তথা বঙ্গরত্ন ধনেশ্বর রায়। ফালাকাটা ব্লকের জটেশ্বরের বাসিন্দা ধনেশ্বর রায় ।বার্ধক্যজনিত নানান সমস্যার কারণে বুধবার অসুস্থ হয়ে পড়েন। তিনি দীর্ঘদিন ধরেই শয্যাশায়ী হয়ে থাকায় তাকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া নিয়েও দেখা দেয় সমস্যা। অবশেষে তার পরিবারের লোকজন এবং প্রতিবেশিরা অনেক কষ্টে তাঁকে জটেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রথমে তাঁর করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসে। তার অবস্থার অবনতি ঘটায় শুক্রবার দুপুরেই তাঁকে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ধনেশ্বর রায়ের পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরে খাবার খেতে সমস্যা হচ্ছিল তাঁর, ফলে আরও অসুস্থ হয়ে পড়েন তিনি। উত্তরবঙ্গ তথা গোটা বাংলার ভাওয়াইয়া জগতের সুনামধন্য শিল্পী বঙ্গরত্ন প্রাপক ধনেশ্বর রায়ের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই মন ভারাক্রান্ত গোটা শিল্পী মহলে।ওনার দ্রুত সুস্থতা কামনা করেছিলেন প্রত্যেকেই। কিন্তু সবাইকে কাঁদিয়ে চলে গেলেন বঙ্গরত্ন।সুনামধন্য শিল্পী বঙ্গরত্ন প্রাপক ধনেশ্বর রায়ের মৃত্যুতে শোকের ছায়া গোটা বাংলায়। বঙ্গরত্নের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বিধায়করা। শনিবার সকাল থেকে মন ভার উত্তরের।