ফ্ল্যাশ মিডিয়া নিউজ ডেস্ক,১৫ জুলাই,শিলিগুড়ি: বুধবার গভীর রাতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বাগডোগরা থানার অন্তর্গত কেষ্টপুরে, পথে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক দেখতে না পেয়ে একটি পিকআপভ্যান সজোরে গিয়ে এ ট্রাকে ধাক্কা মারে। এরপর দুমড়ে-মুচড়ে যায় পিকআপ ভ্যানটি।
পিকআপ ভ্যানের চালক এবং সরকারি চালক আটকে পড়ে পিকআপ ভ্যানের ভেতরে। দুমড়ে মুচড়ে যাওয়া পিকআপভ্যান থেকে গুরুতর জখম হয়ে আটকে থাকা চালক এবং সহকারি চালককে বের করতে হিমশিম খেতে হয় স্থানীয় বাসিন্দাদের। এরপর স্থানীয় বাসিন্দারা বাগডোগরা থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজ শুরু করে।
দুর্ঘটনার পর দুটি গাড়িতেই আগুন লেগে যায়। কেষ্টপুর এবং স্থানীয় একটি চা বাগানের শ্রমিকরা দুটি গাড়ির আগুন নেভাতে যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ শুরু করে। কিছুক্ষণের মধ্যেই মাটি গড়া এবং নকশালবাড়ি থেকে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়। স্থানীয় বাসিন্দা, পুলিশ এবং দমকল কর্মীদের চেষ্টায় গাড়িতে লেগে যাওয়া আগুন নেভানোর পাশাপাশি, দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি থেকে চালক এবং সরকারি চালককে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এরপর পুলিশ দুটি গাড়ি দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাগডোগরা থানায় নিয়ে যায়, স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এশিয়ান হাইওয়ে রাস্তার ওপরে ট্রাকটি দাঁড়িয়ে ছিল,সেই সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে ছুটে আসে পিকআপ ভ্যানটি ওই ট্রাকের পেছনে ধাক্কা মারাতেই বিপত্তি।