জনার্দন রায়,১২আগস্ট,জলপাইগুড়ি: জলপাইগুড়ি জেলা জুড়ে অসচেতনার ছবি ,কেউ মাথায়, কেউ থুতনিতে, আবার কেউ মাস্ক পড়ছেনই না, ফের অসচেনতার ছবি শহর জলপাইগুড়িতে। করোনার গ্রাফ যখন জলপাইগুড়িতে এগিয়ে তখনও শহরের মানুষকে সচেতন করা যাচ্ছে না।রাস্তা বাজার, দোকান সব জায়গায়ই মাস্কহীন অবস্থায় ঘুরছে মানুষজন।
জেলা প্রশাসন শহরের সর্বস্তরে মানুষের মধ্যে সচেনতা প্রচার করার পাশাপাশি মাঝে মাঝে পুলিশ প্রশাসনের অভিযান চালালেও তবুও অসচেতনতার পরিচয় দিয়ে যত্রতত্র শহরে ঘুরছেন মাস্কহীন মানুষেজন। বৃহস্পতিবার সকাল থেকে জলপাইগুড়ি শহরে বিভিন্ন বাজারে একই ছবি ধরা পড়ল। কেউ মাস্ক পড়ছেন মাথার উপর। আর কেউ থুতনিতে। আবার বেশীরভাগ মানুষ মাস্কই পড়ছেন না।
এইনিয়ে প্রশ্ন করলেই নানান অজুহাত দেখাচ্ছেন শহরবাসী। কারও গরম লাগছে। আবার কেউ বলছেন একটু আগেই ছিল,এখনই খুললাম। আবার কেউ বলছেন ভুলে গেছেন মাস্ক আনতে।কবে হুস ফিরবে সাধারন মানুষের। প্রতিদিনই কি পুলিশ প্রশাসনকে পথে নেমে মানুষকে বলতে হবে মাস্ক পড়ুন করোনার হাত থেকে আপনি আরেকজনকে রক্ষা করুন?