জনার্দন রায়,১০আগস্ট,জলপাইগুড়ি:পুকুরের জলে কীটনাশক দেওয়ার অভিযোগ উঠল জলপাইগুড়িতে। আর ওই কীটনাশক দেওয়ায় জলের ওপরে ভেসে উঠল অসংখ্য মরা মাছ। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের বারুইপাড়া এলাকায়। জানা গেছে, রুই, কাতলা, পোনা, বাটা, মৃগেল, সিলভার কার্প সহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করা হত ওই পুকুরে।
কেউবা কারা পুকুরে কীটনাশক দিয়ে দেওয়ায় সমস্ত মাছই মরে গিয়ে ভেসে ওঠতে থাকে। ওই পুকুরে আনুমানিক ২ লক্ষ টাকার মাছ চাষ হচ্ছিল বলে জানা গিয়েছে । পুকুরের মালিক শান্তি ভৌমিক এর অভিযোগ কেউ ইচ্ছাকৃতভাবে পুকুরের জলে বিষ প্রয়োগ করেছে বলেই সন্দেহ। বিষয়টি নিয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পুকুরের মালিক শান্তি ভৌমিক।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে কি কারণে ওই অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা এই কাজ করল তা বুঝে উঠতে পারছেন না শান্তি ভৌমিক। এই ঘটনায় অর্থনৈতিকভাবে বড় ক্ষতির মুখে পড়েছেন তিনি বলে জানিয়েছেন। ইতিমধ্যেই ওই মাছ যাতে কোনোভাবেই বাজারে না যায় এই বিষয়টি নিয়ে প্রশাসনের তরফ থেকে পুকুরের মালিক কে সতর্ক করে দেওয়া হয়েছে। কারণ মাছ গুলির বিষ প্রয়োগের ফলে মৃত্যু হয়েছে। জনার্দন রায়ের রিপোর্ট ফ্ল্যাশ মিডিয়া নিউজ।