শিলিগুড়ি,৯জুন,জহিরুল হক : শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত সূর্যসেন কলোনির রাধাগোবিন্দ মন্দিরে চুরির ঘটনা ঘটে কয়েকদিন আগে। কার্যত লকডাউন এর বিধি নিষেধে খুব তাড়াতাড়ি শুনশান হয়ে যাচ্ছে শিলিগুড়ি শহর। এই সময়ে মন্দিরগুলোতে ও ঝুলছে তালা। মানুষ গৃহবন্দী থাকায় আসছেন না মন্দিরেও। নিয়ম করে মন্দিরে পুজো করছেন পুরোহিতেরা।
এই সুযোগকে কাজে লাগিয়ে গত ২৯ শে মে সূর্যসেন কলোনির রাধাগোবিন্দ মন্দিরে চুরির ঘটনা ঘটে। ঘটনার পর চুরির কিনারা করতে তদন্তে নামে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। অবশেষে মেলে সাফল্য।নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ উদ্ধার করে চুরি যাওয়া বেশ কিছু সামগ্রী। এই ঘটনায় গ্রেপ্তার হয় এক জন।ধৃতের নাম রুস্তম।
পুলিশ সুত্রে জানাগেছে এন জে পি সংলগ্ন জোরাপানী নদীর ব্রীজের নিচে চুরির সামগ্রী গুলো লুকিয়ে রাখা হয়েছিল।সেখান থেকেই গত বুধবার রাত্রে ঐ সামগ্রি গুলো উদ্ধার করে পুলিশ। এরপর অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে ফের গতকাল রাতে নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ অভিযান চালিয়ে হরিপুর এলাকা থেকে চন্দন গোয়ালা নামে এক ব্যক্তি কে চুরি যাওয়া সামগ্রী কেনার অপরাধে গ্রেপ্তার করে। তার কাছ থেকে উদ্ধার হয় মন্দিরের চুরি যাওয়া আরো বেশ কিছু সামগ্রী।পুলিশ জানিয়েছে ওই ব্যক্তির কাছেই অভিযুক্ত রুস্তম বেশ কিছু মন্দিরের সামগ্রী বিক্রি করেছিল।বুধবার ধৃত ব্যক্তিকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।
।।