ফ্ল্যাশ মিডিয়া নিউজ ডেস্ক,২৩জুলাই, শিলিগুড়ি: অভিযান অব্যাহত রেখেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে স্পেশাল অপারেশন গ্রুপ প্রধান নগর থানার ঢাকনিকাটা এলাকা থেকে পাঁচজন দুষ্কৃতীকে গ্রেফতার করে। তাদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ২৮ কেজি গাঁজা এবং একটি মোটর বাইক ও স্কুটি। পাশাপাশি তাদের হেফাজত থেকে উদ্ধার হয় মোট ২৭ হাজার টাকা।
স্পেশাল অপারেশন গ্রুপ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এই অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে প্রধান নগর থানার পুলিশের হাতে তুলে দেয়। প্রধান নগর থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তদের নাম পিনাকি দাস, মোহাম্মদ আরিফুল রহমান, সাদ্দাম হোসেন, নওশাদ খান এবং সারোবা আলম। অভিযুক্তরা দীর্ঘদিন ধরেই এই কাজের সাথে যুক্ত বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে প্রধান নগর থানার পুলিশ। ধৃত পাঁচজনকে শুক্রবার শিলিগুড়ি আদালতে পাঠানো হয়।