ফ্ল্যাশ মিডিয়া নিউজ ডেস্ক,২৩জুলাই,শিলিগুড়ি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশের অভিযানে গ্রেফতার এক,উদ্ধার প্রচুর পরিমাণে কাফ সিরাপ। ভক্তিনগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে গোপনসূত্রে তাদের কাছে খবর আসে বেদগারা ইটভাটা এলাকায় এক যুবকের কাছে রয়েছে প্রচুর কফ সিরাপ।
খবর পাওয়া মাত্রই অভিযান চালায় ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ বাহিনী। নির্দিষ্ট স্থানে অভিযান চালিয়ে প্রনেশ অধিকারী নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।তার হেফাজত থেকে উদ্ধার হয় প্রায় দেড়শ বোতল কাফ সিরাপ। ভক্তিনগর নগর থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে এবং শুক্রবার তাকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে।