শিলিগুড়ি,৯জুন,অভিষেক সিনহা: শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশের অভিযানে সমর নগর এলাকা থেকে প্রচুর মদ সহ গ্রেপ্তার এক অভিযুক্ত। শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এর পুলিশ কমিশনার গৌরব শর্মা জানিয়েছেন বেআইনিভাবে মদ মজুদ এবং বিক্রির পাশাপাশি ড্রাগস এর বিরুদ্ধে বিশেষ অভিযান চালাচ্ছে শিলিগুড়ি পুলিশ। শিলিগুড়ি ডিটেকটিভ ডিপার্টমেন্ট ও স্পেশাল অপারেশন গ্রুপ সহ প্রতিটি থানাই মদ এবং ড্রাগস এর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।
বিগত একমাস যাবত শিলিগুড়ি শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মদ গাজা ব্রাউন সুগার এবং নেশার ওষুধ সহ বেশ কয়েকজন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ভক্তিনগর থানার পুলিশ সমর নগর বউ বাজার এলাকায় অভিযান চালিয়ে রমেশ রায় নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে তার হেফাজত থেকে প্রচুর দেশী বিদেশী মদ উদ্ধার করে। অভিযুক্তকে বুধবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।