শিলিগুড়ি, ২রা জুন,জহিরুল হক,গৌতম সিংহ: ফেরর এনজেপি থানার সাদা পোশাকের পুলিশের অভিযান, উদ্ধার প্রচুর পরিমানে অবৈধ দেশি ও বিদেশি মদ।এই ঘটনায় গ্রেপ্তার ১ জন।
মঙ্গলবার রাতে গোপন সুত্রের খবরের ভিত্তিতে নিউ জলপাইগুড়ির থানার সাদা পোশাকের পুলিশ অভিযান চালায় রামনগর কলোনি এলাকায়। গোপন সূত্রে নিউ জলপাইগুড়ি পুলিশের কাছে খবর আসে রামনগর কলোনির বাসিন্দা ৪৭ বছর বয়সী কমল ছেত্রীর বাড়ীতে মজুদ রয়েছে প্রচুর মদ। সেই খবর পাওয়ার পর ক্রেতা সেজে কমল ছেত্রী বাড়িতে ঢুকে প্রায় কুড়ি হাজার টাকার দেশী এবং বিদেশী মদ উদ্ধার করে পুলিশ।এর পর বেআইনিভাবে মদ মজুদ ও বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার করা হয় কমল ছেত্রী কে।
এই করোনা মহামারী কালে যেখানে অর্থসংকটে সাধারণ মানুষ। যেখানে সমগ্র রাজ্য জুড়ে জারি আছে একাধিক সরকারি বিধিনিষেধ।
বন্ধ থাকছে সমস্ত রকমের দোকানপাট । সেখানে কিছু অসাধু ব্যাবসায়ি এই সুযোগকেই কাজে লাগিয়ে করোনার স্বাস্থ্যবিধি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের বাড়িতেই প্রচুর পরিমানে মদ মজুদ রেখে চালাচ্ছে অবৈধ কারবার।
মদের দোকান বন্ধ থাকায় কিছু নেশাগ্রস্ত
মানুষ অনায়াসে এভাবেই বাড়িতেই পেয়ে যাচ্ছে মদ। অভিযুক্ত কমল ছেত্রী কে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ বুধবার জলপাইগুড়ি আদালতে পাঠায়।