শিলিগুড়ি,১৯জুন,জহিরুল হক: হোটেল ও চায়ের দোকানের আড়ালে অবৈধ মদের রমরমা ব্যাবসা চলছিল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকাতেই। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রচুর মদ সহ ২ অভিযুক্ত কে গ্রেপ্তার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।
এন জে পি থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় হোটেল, পানের দোকান, চায়ের দোকানের আড়ালে চলে দেশী বিদেশী মদের রমরমা ব্যাবসা।পুলিশী অভিযানে মদের ব্যাবসা কিছুদিন বন্ধ হলেও দুই তিনদিন যেতে না যেতেই ফের আসর জমিয়ে বসে বেআইনি মদ ব্যাবসায়িরা।
শুক্রবার নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত ডি এস কলোনি,ও ঠাকুর নগর রেলগেট সংলগ্ন দুটি পৃথক জায়গায় অভিযান চালায় এন জে পি থানার সাদা পোশাকের পুলিশ।প্রায় ১০০ লিটার দেশী বিদেশী মদ উদ্ধার করে তারা।গ্রেপ্তার করা হয় পরিমল সরকার ও ভোলা দাস নামে দুই অভিযুক্তকে।শনিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।
বিগত এক মাস যাবৎ শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এর প্রতিটি থানা লাগাতার বেআইনি মদ মজুদ ও বিক্রির পাশাপাশি রাজ্যের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। শিলিগুড়ির নয়া পুলিশ কমিশনার গৌরব শর্মার নির্দেশে চলছে এই অভিযান। বেআইনি মদ বিক্রির ও মজুদের পাশাপাশি ড্রাগসের বিরুদ্ধেও অভিযান চালাচ্ছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। শুক্রবার রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ দুটি স্থানে অভিযান চালিয়ে প্রচুর মদ উদ্ধার করে দুই অভিযুক্তকে গ্রেফতার করল।