শিলিগুড়ি,১১জুন,জহিরুল হক: লাগাতার একমাসের পুলিশের অভিযানে শিলিগুড়ি শহরের বিভিন্ন এলাকা থেকে মদ উদ্ধারের ঘটনায় একটা বিষয় পরিষ্কার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা এলাকায় অবৈধ মদের কারবার ছিল রমরমা। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের নতুন পুলিশ কমিশনার গৌরব শর্মা এক মাস আগে শহরের দায়িত্ব নেন।
এরপর থেকেই শহরে বেআইনিভাবে মদ বিক্রি এবং ড্রাগস কারবারিদের বিরুদ্ধে প্রতিটি থানার পুলিশকে অভিযান চালানোর নির্দেশ দেন তিনি। এরপর প্রতিটি থানার পুলিশ নড়েচড়ে বসে। মিলতে থাকে লাগাতার সাফল্য। প্রায় প্রতিদিনই বিভিন্ন থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার এর পাশাপাশি উদ্ধার করে মাদক এবং মদ। ঠিক তেমনই
ফের এনজেপি থানার পুলিশের অভিযানে উদ্ধার হল প্রচুর পরিমানে অবৈধ দেশি ও বিদেশি মদ। এই ঘটনায় গ্রেপ্তার হয় ১জন।বৃহস্পতিবার গভীর রাতে গোপন সুত্রের খবরের ভিত্তিতে নিউ জলপাইগুড়ির থানার সাদা পোশাকের পুলিশ অভিযান চালায় ঘোড়ার বাড়ি এলাকার একটি বাড়িতে ।
ঐ বাড়িতে মজুদ ছিল প্রচুর পরিমানে অবৈধ দেশি ও বিদেশি মদ। পুলিশ উদ্ধার করে এই ঘটনায় গ্রেপ্তার করে কমল রায় নামে এক ব্যাক্তিকে। পুলিশ সুত্রে জানাগেছে, দির্ঘদিন ধরেই ওই ব্যাক্তি বাড়িতে অবৈধ ভাবে মদ মজুদ রেখে ব্যাবসা চালাতো।শুক্রবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।