অভিষেক সিনহা,২৯জুলাই, শিলিগুড়ি: সরকারি নির্দেশিকা উপেক্ষা করে স্পা খোলায় শিলিগুড়িতে আটক মহিলা। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পানিট্যাঙ্কি আউটপোস্ট সূত্রে জানা গিয়েছে সেবক রোডে ঐ শপিংমলে বেআইনিভাবে খোলা ছিল ওই স্পা। সরকারি নির্দেশিকাতে এখনো স্পা খোলার বিষয়ে কোনো নির্দেশ দেয় নি রাজ্য সরকার। কিন্তু বেআইনিভাবে ঐ স্পা চালানো হচ্ছিল।
কোভিড নিয়ন্ত্রণে রাজ্য সরকার এখনো রাজ্যজুড়ে নানান বিধি-নিষেধ জারি রেখেছে। সেই বিধিনিষেধ ভেঙে শিলিগুড়ি শহরে বেশ কিছু স্পা চলছিল বলেই অভিযোগ উঠেছিল। সেই খবরের ভিত্তিতেই এই অভিযান চালায় পানিট্যাঙ্কি আউটপোস্ট এর পুলিশ। ধৃত ওই মহিলার বিরুদ্ধে ডিজাস্টার ম্যানেজমেন্ট আইনে মামলা রুজু করেছে পুলিশ।