জহিরুল হক,১লা জুলাই, শিলিগুড়ি: ফের শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার বড়োসড়ো সাফল্য,উদ্ধার বিপুল পরিমাণ অবৈধ মদ,গ্রেপ্তার এক।বুধবার রাতে শিলিগুড়ি শহরের সেবক রোড স্থিত প্ল্যানেট মলে টেম্পারেচার নামক একটি রেস্তোরাঁ ও বারে আচমকাই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালায়।ওই রেষ্টুরেন্ট ও বারের ভেতরে প্রবেশ করতেই পুলিশ আধিকারিকদের চক্ষু চড়কগাছ।হোটেলর ভিতরে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় ৩৫হাজার টাকার অবৈধ মদ।
পুলিশ সূত্রে খবর,এই করোনা পরিস্থিতিকে তোয়াক্কা না করে,প্রশাসনকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে, কোনো বৈধ লাইসেন্স ছাড়াই অবাধে চলছিল মদ বিক্রির কারবার।এই ঘটনায় জড়িত ১জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম অনির্বাণ রায়।
অপরদিকে এই ঘটনার পর থেকে পলাতক রেস্তোরাঁ ও বারের মালিক সুশান্ত তিওয়ারি,যদিও তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট একটি মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।