শিলিগুড়ি,২০মে,প্রসেনজিৎ রাহা: শিলিগুড়ির ফুলবাড়িতে পুলিশী অভিযান,একটি ট্রাক সহ উদ্ধার ৪০ লক্ষাধিক টাকার সেগুন কাঠ।ঘটনায় গ্রেপ্তার ১ জন।তদন্তের স্বার্থে ধৃতকে ৭ দিনের জন্য পুলিশ রিমান্ডের আবেদন জানাল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। বুধবার গোপন সুত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ বাহিনী ফুলবাড়ি থেকে আটক করে একটি আদা বোঝাই ট্রাক।সেই ট্রাক তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর পরিমানে সেগুন কাঠ।এই ঘটনায় গ্রেপ্তার হয় ট্রাক চালক চন্দন কুমার সিং।
লকডাউন উপেক্ষা করেই চলছিল এই চোরাকারবার।এক রাজ্য থেকে আরেক রাজ্যে অনায়াসেই পারি দিচ্ছিল এই কাঠ।তবে কি ভাবে লকডাউনের সময়কালে এই অসাধু কাঠ ব্যাবসায়ি চক্রটি সক্রিয় ভাবে কাজ করছে তা নিয়ে কিন্তু রিতিমতো কপালে চিন্তার ভাজ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার তদন্তকারী অফিসারদের।
আটক করা ট্রাকে আদার বস্তার নিচে রাখা ছিল ওই চোরাই কাঠ । সেই ট্রাকটিতে তল্লাশি চালিয়ে সব আদার বস্তা সরানোর পর মেলে সেগুন কাঠ। আটক কাঠের আনুমানিক বাজার মুল্য প্রায় ৪০ লক্ষ টাকা ।পুলিশ সুত্রে জানাগেছে আসাম থেকে অবৈধ কাঠ বোঝাই ট্রাকটি বিহারের উদ্যশ্যে যাচ্ছিল।