প্রসেনজিৎ রাহা,২১আগস্ট,দুর্গাপুর: আসানসোল-দুর্গাপুর পুলিসের রামনগর ৩ নম্বর কোলিয়ারি এলাকায় তল্লাশি চালাতেই পুলিসের জালে এক দুষ্কৃতী। তার কাছ থেকে উদ্ধার হল একটি কারবাইন-সব বেশ কয়েকটি অত্যাধুনিক অস্ত্র। ওই দুষ্কৃতীকে বেশ কিছুদিন ধরেই খুঁজছিল পুলিস।গোপন সূত্রে খবর পেয়ে রামনগরে শিবু পাসোয়ান নামে ওই দুষ্কৃতীর নাগাল পেয়ে যায় পুলিস।
এই শিবু কুখ্যাত দুষ্কৃতী সুনীল পাসোয়ান ওরফে শোলের সাকরেদ। ধৃত শিবুর কাছ থেকে উদ্ধার হয়েছে একটি কারবাইন, একটি ৯ এমএম পিস্তল ও একটি অত্যাধুনিক রাইফেল। এইমাসের ১ তারিখে নাকা চেকিং চলাকালীন পাণ্ডবেশ্বর থেকে গ্রেপ্তার করা হয়েছিল সুনীল পাসোয়ান ওরফে শোলেকে। হেফাজতে নিয়ে সুনীলকে জেরা করার পর শিবুর সন্ধান পায় পুলিস। এরপর পাণ্ডবেশ্বরের রামনগর ৩ নম্বর কোলিয়ারি এলাকা সংলগ্ন একটি মন্দির থেকে শিবুকে গ্রেপ্তার করে পুলিস।
এরপরই পুলিসি জেরার মুখে ওই আগ্নেয়াস্ত্রগুলির সন্ধান দেয় শিবু। মাটির তলায় চাপা দিয়ে রেখেছিল ওই নাইন এমএম কারবাইন।আসানসোল দুর্গাপুর পুলিসের কাছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই নাইন এমএম কারবাইন। কারণ এই অত্যাধুনিক কারবাইন আর্মড ফোর্সই একমাত্র ব্যবহার করে। আর এই আগ্নেয়াস্ত্র লুঠ করে মাওবাদীরা ব্যাবহার করতো।
আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি ইস্ট অভিষেক গুপ্তা জানান, সুনীল পাসোয়ানের কাছেও একটি কারবাইন ছিল, এবার মিলল শিবুর কাছ থেকেও। এখন পুলিস খতিয়ে দেখছে এই অস্ত্র আর কার কার কাছে তারা বিক্রি বা মজুদ রেখেছে।এখন শিবুকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করে আরও তথ্য পাওয়ার চেষ্টা করছে পুলিস।
দুষ্কৃতী দমনে আসানসোল-দুর্গাপুর পুলিসের এটি বড় সাফল্য হলেও, সাফল্যের নেপথ্যে ততটাই মাথা ব্যথার কারণ হয়ে রইল এই আগ্নেয়াস্ত্র। বিশেষ করে নাইন এমএম কারবাইন। আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি ইস্ট অভিষেক গুপ্তা জানিয়েছেন, ধৃতদের হেফাজতে নিয়ে জেরা করে আরও তথ্য পাওয়ার চেষ্টা করা হবে।