উত্তর দিনাজপুর,২৪ এপ্রিল,দেবাশিস দাসঃ ভোট পরবর্তী হিংসা অব্যাহত উত্তর দিনাজপুর জেলায়। চোপড়ার সোনাপুরে বিজেপি কর্মীকে মারধর ও দোকান লুঠপাটের অভিযোগ তৃনমূলের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় বিজেপির কর্মী বিপ্লব রায়কে প্রথমে বিধাননগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে শিলিগুড়িতে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা থাকায় নামানো হয়েছে বিশাল পুলিশবাহিনী। নিজেদের মধ্যে টাকাপয়সা ভাগবাটোয়ারা নিয়ে এই গন্ডগোল বলে পালটা দাবি তৃনমূল কংগ্রেসের। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে চোপড়া বিধানসভা এলাকার সোনাপুরে। ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।
চোপড়ার সোনাপুরের বাসিন্দা বিপ্লব রায় নামে বিজেপির সক্রিয় কর্মীকে বেধড়ক মারধর করার পাশাপাশি তাঁর দোকান লুটপাটের অভিযোগ উঠেছে তৃনমূল কংগ্রেসের বিরুদ্ধে। আক্রান্ত বিপ্লব বাবুর অভিযোগ, সোনাপুর গ্রামপঞ্চায়েতের প্রধানের স্বামী স্থানীয় তৃনমূল নেতা মহম্মদ সাহিদের নেতৃত্বে এই হামলা চালানো হয়। বিজেপি কর্মী বিপ্লব রায়ের অভিযোগ বিগত একমাস ধরে তাঁকে ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছিল তৃনমূল নেতা মহম্মদ সাহিদ। তাঁকে খুনের হুমকিও দেওয়া হয়। এরপর ভোটের পরদিন শুক্রবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে হামলা চালানো হয়। যদিও তৃনমূল নেতা মহম্মদ সাহিদ এই অভিযোগ অস্বীকার করেন এবং তাঁর পাল্টা দাবি বিজেপির দলের নিজেদের মধ্যে টাকাপয়সা ভাগবাটোয়ারা নিয়েই এই গন্ডগোল। এই ঘটনার সাথে তৃনমূলের কোনও যোগ নেই। ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।