শিলিগুড়ি,১২জুন,প্রসেনজিৎ রাহা: শাহরুখের বাংলো ‘মন্নতে’ পা রাখলেন ভোটকৌশলী PK, অর্থাৎ প্রশান্ত কিশোর। মুম্বইয়ে গিয়ে শরদ পাওয়ারের সঙ্গে বৈঠকের পরে হঠাৎ কিং খানের সঙ্গে দেখা করলেন PK, কিন্তু কেন? এবার কি তবে রাজনীতির ময়দানে পা পড়বে বলিউড বাদশার? নায়ক কি রুপোলী পর্দা ছেড়ে এবার তবে জননায়ক হতে চাইছেন?
এই নিয়ে গোটা দেশে যখন আলোচনার অন্ত নেই, ঠিক তখনই জানা গেল আসলে শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেনমেন্টের আমন্ত্রণে ‘মন্নতে’ আমন্ত্রিত পিকে।প্রশান্ত কিশোরের জীবনী নিয়ে একটা ওয়েব সিরিজ করতে চান বলিউড বাদশাহ শাহরুখ। তাই তার প্রাথমিক কথাবার্তা বলতেই সাগরপারের বাংলোয় প্রশান্তের প্রবেশ।
রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল বেরনোর সময়েই প্রশান্ত জানান, তিনি তাঁর পেশা বদল করতে চান। রাজনীতি থেকে কিছুটা দূরে থাকতে চান। সেকথা অবশ্য কেউই খুব গুরুত্ব সহকারে নেন নি। কারণ, পঞ্জাবের নির্বাচনে অমরিন্দর সিংয়ের ভোটকৌশলী হিসাবে কাজ করছেন তিনি। আর জাতীয় রাজনীতিতে শরদ পাওয়ারের সঙ্গে বৈঠকের দিকেও নজর গোটা দেশের। ঠিক কোন ম্যাজিকে তিনি নির্বাচনের পর নির্বাচন তরিয়ে দেন, তাই নজর কেড়েছে বলিউডের ফার্স্ট ম্যানের।
আবার অনেকেই বলছেন, পশ্চিমবঙ্গের এবারের কঠিন নির্বাচনে ভোটকৌশলী প্রশান্ত কিশোরের স্ট্র্যাটেজিতে খুশি মমতা বন্দ্যোপাধ্যায়। আর কে না জানেন, মমতা-শাহরুখ সম্পর্কের কথা। তবে কি ‘দিদি’র অনুরোধেই শাহরুখ-ভাইয়ের এই সিদ্ধান্ত?শাহরুখ- পি কে বৈঠকে ঠিক কী হল, তা জানতে মুখিয়ে গোটা দেশ। আদৌ রাজি হলেন কি PK? হলেও বায়োপিকের অনুমতির জন্য কত টাকা দাবি করলেন তিনি?কবে শুরু হবে কাজ?কবে যাবে দেখা? এই সব প্রশ্নের উত্তরই এখন ঘুরপাক খাচ্ছে মন্নতের ড্রয়িংরুমে। আর অপেক্ষায় বাদশা এবং পিকের ভক্তরা।