ফ্ল্যাশ মিডিয়া নিউজ ডেস্ক,১৫জুলাই,শিলিগুড়ি: আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে তবেই পেট্রোল-ডিজেলের দাম কমবে।আর আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে তা বাড়বেই। এই ব্যবস্থা রাজীব গান্ধীর আমল থেকেই হয়ে আসছে। তবে রাজীব গান্ধীর সময় থেকে দেশে যে জঞ্জাল ছিল তাকেই পরিষ্কার করছে বর্তমান কেন্দ্রীয় সরকার।আর তারই ফল পাচ্ছে দেশ।
বুধবার বিকেলে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দর হয়ে সিকিমের যাওয়ার পথে এমনই মন্তব্য করলেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার ফেডারেশনের সহ-সভাপতি প্রলহাদ ভাই মোদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছোট ভাই তিনি।বাগডোগরা বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রহলাদ মোদি বলেন, পশ্চিমবঙ্গে রেশনিং ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মতো চলছেন। কেন্দ্রের কোনো কথা শুনছে না মুখ্যমন্ত্রী। তবে তিনি পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা নিয়ে কোনো মন্তব্য করতে চাননি।তিনি বলেন বিষয়টি সুপ্রিমকোর্ট দেখছে।
জানা গেছে সিকিমের মুখ্যমন্ত্রী পি এস তামাংয়ের আমন্ত্রণে তিনি সিকিমে এসেছেন। সিকিম সরকারের বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছোট ভাই র ভাই মোদির।এছাড়াও মুখ্যমন্ত্রীর সঙ্গে বেশ কিছু বিষয় নিয়ে বৈঠক করার কথা রয়েছে তার।