পরিমল রায়, ৩০জুলাই, শিলিগুড়ি: গোপন সুত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি হিলকার্ট রোডের একটি লজে অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেফতার করল শিলিগুড়ি থানার পুলিশ৷ বৃহস্পতিবার শিলিগুড়ি থানার পুলিশের কাছে খবর আসে হিলকার্ট রোডের ওমকার লজে চলছে অবৈধ দেহ ব্যবসা ৷
বৃহস্পতিবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এর ডিসিপি ইস্ট এর নেতৃত্বে ওমকার লজে অভিযান চালায় শিলিগুড়ি থানার পুলিশ বাহিনী৷ লজে অবৈধ দেহ ব্যবসা চালানোর জন্য লজের ম্যানেজার সহ পাঁচ জনকে গ্রেফতার করে শিলিগুড়ি থানার পুলিশ৷
ধৃতদের নাম ওমকার লজের ম্যানৈজার মহম্মদ মুস্তাফা,অখিলেশ কুমার মন্ডল, দীপক কুমার,মিন্টু কুমার ও বিজয় কুমার সিং ৷ধৃত ব্যাক্তিদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে৷ এই ঘটনায় চারজন মহিলাকে উদ্ধার করেছে পুলিশ৷ ধৃত ব্যাক্তিদের শুক্রবার শিলিগুড়ি আদালতে পাঠানো হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পুলিশ৷