জনার্দন রায়,৩১জুলাই, মালবাজার:খাবারের খোজে লোকালয়ে এসে বিপাকে অজগর।আজ সকালে মেটেলি ব্লকের দক্ষিণ ধূপঝোরার ভাটিয়া পাড়া এলাকায় মাছ ধরার নাইলনের জালের মধ্যে আটকে পরে ওই সাপটি।মনে করা হচ্ছে পার্শ্ববর্তী জঙ্গল থেকে খাবারের খোঁজে লোকালয়ে এসে ছিল অজগরটি।এরপর একটি মাছ ধরার জালে আটকে যায়। যতই জাল থেকে বেড়ানোর চেষ্টা করে,সে আরো জালে জড়িয়ে যেতে থাকে।
খবর চাউর হতেই বহু মানুষের ভিড় উপচে পরে এলাকায়। অজগর উদ্ধারের জন্য খবর দেওয়া হয় সংলগ্ন ধুপঝোরা বিট অফিসে।সেখান থেকে বনকর্মীরা এসে সাপটিকে জাল কেটে বের করে বস্তাবন্দী করে নিয়ে যায়।জানা যায়,সাপটি লম্বায় প্রায় ৯ ফিট। বনদপ্তর সূত্রে খবর সাপটি সুস্থ থাকায় সেটিকে এদিনই গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।মাঝে মধ্যেই লোকালয়ে সাপ সহ বিভিন্ন বন্য জন্তু ঢুকে পড়ার ঘটনায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা।