জনার্দন রায়,৮আগস্ট,ধূপগুড়ি: খাবারের সন্ধানে লোকালয়ে এসে প্রাণ যায় যায় অবস্থা পাইথনের, নাইলনের জালে আটকে রাতভর তড়পাতে থাকলো ইন্ডিয়ান রক পাইথন প্রজাতির এই সাপটি।ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের কুর্শামারি গ্রামে।
রবিবার সকাল বেলায় গ্রামবাসীরা নাইলনের জালের মধ্যে আটকে থাকা অবস্থায় পাইথন সাপটিকে দেখতে পায়।এর পর খবর দেওয়া হয় বনকর্মীদের, কিন্তু বনদপ্তর এর কর্মীরা ঘটনাস্থলে না আসায়। এরপর ধূপগুড়ির পরিবেশ প্রেমী সংস্থা ডুয়ার্স নেচার এন্ড স্নেক লাভার্স অরগানাইজেশন কে খবর দেন স্থানীয় বাসিন্দারা।
খবর পেয়ে সংস্থার সদস্যরা ছুটে যান জলঢাকা কুর্শামারি গ্রামে।ঐ স্নেক লাভার্স অর্গানাইজেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নাইলনের জাল কেটে প্রায় এক ঘণ্টার চেষ্টায় জাল বন্দি পাইথন টিকে উদ্ধার করে, প্রাথমিক চিকিৎসার পর পাইথনটিকে মরাঘাট জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।