দেবাশীষ দাস, ২৪আগস্ট, রায়গঞ্জ: তৃতীয় ঢেউএ শিশুদের করোনা সংক্রমণের আশঙ্কায় পিকু তৈরির প্রস্তুতি নিল রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল। দূর্গাপুজোর পর আছড়ে পরতে পারে করোনার তৃতীয় ঢেউ, সেইরকম আভাস মিলতেই আগাম প্রস্তুতি রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে।
শিশুদের সংক্রামিত হওয়ার আশঙ্কায় পিকু ইউনিট তৈরিতে জোর দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ । প্রায় ৪৫ বেডের হতে চলেছে এই পিকু ইউনিট, তাতে থাকছে উন্নতমানের যন্ত্রাংশ। হাসপাতাল কর্তৃপক্ষের এই উদ্যোগে কিছুটা হলেও আশ্বস্ত শিশুদের মায়েরা।
বিশ্বের নানান ভাইরোলজিস্ট ও বিশেষজ্ঞরা জানিয়েছেন করোনার তৃতীয় ঢেউ আসন্ন। আর তাতে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনার কথাই জানিয়েছেন চিকিৎসক মহল। সেই কারনে কোমর বেঁধে নেমেছে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ ।
তৃতীয় ঢেউএ আক্রান্ত কোনও শিশুর আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হলে তাদের দ্রুত ভেন্টিলেশন সহ উন্নত চিকিৎসা পরিষেবা দিতে এই Pediatric Incentive Care Unit তৈরির কাজে জোর দিল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। ইতিমধ্যেই রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের পুরোনো ভবনে শিশু বিভাগের পাশেই তৈরি হচ্ছে এই পেডিয়াট্রিক ইন্সেনটিভ কেয়ার ইউনিট।
যেখানে প্রায় ৪৫ টি বেড থাকছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। বেড বসানোর কাজ সম্পন্ন হয়েছে। চলছে প্রয়োজনীয় যন্ত্রাংশ স্থাপনের কাজ। অক্সিজেনের পাইপ লাইনের কাজ থেকে শুরু করে ভেন্টিলেটর স্থাপনের কাজ চলছে দ্রুততার সঙ্গে।