পরিমল রায়়,১৩জুলাই,শিলিগুড়ি:
শিলিগুড়ি শহরের রিস্কা ও ভ্যান চালকদের হাতে রেইন কোর্ট তুলে দিল লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি রোয়ার৷ রাজ্যে শুরু হয়েছে বর্ষা৷ বর্ষাতেও শহরের রিস্কা ও ভ্যান চালকেরা সাধারন ভাবে জীবন জিবীকা নির্বাহ করার জন্য রিস্কা চালায়৷ তারা যাতে বর্ষাতে না ভেজে ও সুস্থ্য থাকে সে কথা ভেবেই এই উদ্যোগ নিয়েছে লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি রোয়ার৷ মঙ্গলবার শিলিগুড়ি পানিট্যাঙ্ক মোড় এলাকায় রাস্তায় চলা রিস্কা ও ভ্যান চালকদের হাতে রেইন কোর্ট তুলে দেন তারা৷ মঙ্গলবার ১৫০জন রিস্কা ও ভ্যান চালকের হাতে রেইন কোর্ট তুলে দেন লায়ন্স ক্লাবের সদস্যরা ৷ রিস্কা ও ভ্যান চালকদের পাশাপাশি ডেলিভারি বয়দের হাতেও রেইন কোর্ট তুলে দেন তারা৷করোনা অতিমারী হোক আর যে কোন প্রকৃতিক দূর্যোগ বা মানুষের সমস্যা মানুষ মানুষের পাশে দাঁড়ায়৷ মানুষের জন্য কাজ করে বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন৷ তেমন করেই মানুষের সাহায্য করার জন্য সর্বদা তৈরী লায়ন্স ক্লাব শিলিগুড়ি রোয়ার বলে জানিয়েছে লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি রোয়ার এর সদস্য সন্দীপ আগরওয়াল৷