পরিমল রায়,৬জুলাই, শিলিগুড়ি: পেট্রোলের দাম প্রতি লিটার ১০০টাকা হয়ে গেছে উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলা সহ বিভিন্ন জেলায়৷ পেট্রোল—ডিজেলের মূল্যবৃদ্ধি এবং রান্নারাগ্যাসের মূল্যবৃদ্ধি জন্য নাজেহাল সাধারন মানুষ৷ একদিকে গোটা দেশে চলছে করোনা অতিমারীর দ্বিতীয় ঢেউ তার ফলে গোটা দেশে দেখা দিয়েছে অর্থনেতীক সংকট।
কর্মহিন হয়েছে বহু মানুষ৷ মানুষের সংসারে দেখা দিয়েছে অভাব তার ওপর কেন্দ্রীয় সরকার পেট্রোল—ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়াচ্ছে বলে অভিযোগ বিরোধী দলগুলোর ৷ পেট্রোল—ডিজেলের মূল্যবৃদ্ধির জন্য হুহু করে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম৷ এইসময় তেলের অতিরিক্ত দাম বৃদ্ধির জন্য মারাত্মক সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।
সাধারন মানুষ একদিকে করোনা পরিস্থিতির জেরে কাহিল হয়ে পরেছেন, কর্মহীন হয়েছেন, ব্যবসায় মন্দা। এখনো পরিস্থিতি স্বাভাবিক নয়। তার সঙ্গে যদি তেলের দাম এভাবে বাড়তে থাকে তবে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। পেট্রোল—ডিজেলের মূল্যবৃদ্ধির জেরে হুহু করে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিস—পত্রের দাম, বাড়ছে গাড়ি ভাড়া ও অন্যান্য খরচ। যার ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে।
পেট্রোলের মূল্যবৃদ্ধি নিয়ে দার্জিলিং এর সাংসদ রাজু বিষ্টা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, পেট্রোলের দাম বাড়ানো উচিৎ নয়৷ তিনি তার বিরোধিতা করেন। পাশাপাশি তিনি বলেন কেন্দ্রীয় সরকার স্বইচ্ছায় এই দাম বাড়ায় নি। তবুও তিনি সাধারণ মানুষের সমস্যার কথা স্বীকার করে বলেন পেট্রোপণ্যের দাম বাড়া কখনই উচিত নয়।