প্রসেনজিৎ রাহা,১৭আগস্ট, শিলিগুড়ি: শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভক্তিনগর থানার পুলিশের অভিযানে গ্রেফতার রঞ্জিত মাহাতো নামে এক মাদক পাচারকারী। তার হেফাজত থেকে উদ্ধার হয়েছে শতাধিক কাফ সিরাপ এর বোতল।
ভক্তিনগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে সোমবার রাতে গোপন সূত্রে খবর আসে সেবক রোড এর একটি শপিং মলের সামনে এক ব্যক্তি শতাধিক বোতল কফ সিরাপ সহ অপেক্ষারত। কাফ সিরাপ গুলি বিক্রি করার উদ্দেশ্যে সে অপেক্ষা করছিল।
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তৎক্ষণাৎ অভিযান চালায় ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ বাহিনী। বৃষ্টির মধ্যে একটি স্কুটি সহ পথে ওই কাফ সিরাপ বিক্রির জন্য অপেক্ষা করছিল অভিযুক্ত রঞ্জিত মাহাতো। ভক্তিনগর থানার পুলিশ ওই ব্যক্তিকে আটক করে স্কুটি তল্লাশি করতে গিয়েই একটি বস্তা থেকে বেরিয়ে আসে শতাধিক বোতল কাফ সিরাপ।
অভিযুক্তর বাড়ি প্রধান নগর থানার অন্তর্গত চম্পাসারি অঞ্চল এলাকায় বলে জানা গিয়েছে। অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে মঙ্গলবার। ধৃত রঞ্জিত মাহাতো এই কাফ সিরাপ কোথায় পেয়েছে তার তদন্ত করছে ভক্তিনগর থানার পুলিশ।