ধূপগুড়ি, ১৮সেপ্টেম্বর,ধূপগুড়ি: বেলুন দেওয়ার নাম করে ডেকে নিয়ে গিয়ে হাত পা মুখ বেধে নয় বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ করার অভিযোগ উঠলো প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। গত বুধবার বিকেলে ঘটনাটি ঘটেলেও প্রকাশ্যে আসে শুক্রবার বিকেলে।
ধূপগুড়ি পুর এলাকার ২ নম্বর ওয়ার্ডের উত্তর বৈরাতিগুড়ি এলাকার নির্যাতিতা শিশু কন্যা স্থানীয় একটি প্রাইমারি স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে। শুক্রবার মেয়েটির পরিবারের তরফে ধূপগুড়ি থানার প্রতিবেশী যুবক চঞ্চল রায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়।
নির্যাতিতার মা বলেন, বুধবার বিকেলে মেয়ে তখন বাড়ির উঠোনেই খেলছিল। তখনই ওকে বেলুন দেওয়ার নাম করে ডেকে নিয়ে গিয়ে এই ঘটনা ঘটায় প্রতিবেশী যুবক। নির্মম অত্যাচারের পরে অসুস্থ হয়ে পড়ে শিশুটি। চলে চিকিৎসা।
শুক্রবার থানায় অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ অভিযুক্তের খোঁজে নেমেছে। তবে জানা গেছে ঘটনার পর থেকেই ঐ যুবক এলাকাছাড়া। তবে অভিযুক্তকে পাকড়াও করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে ধুপগুড়ি থানার পুলিশ। পাশাপাশি সরকারি নিয়ম মেনে শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে। জনার্দন রায়ের রিপোর্ট ফ্ল্যাশ মিডিয়া নিউজ।