শিলিগুড়ি,১১মে,প্রসেনজিৎ রাহা:শহরের রাস্তা ঘাট সুনসান থাকায় রোজগারে ভাটা। মুখ ভার করে ঘরে ফিরতে হচ্ছে এক হাত দিয়ে শিলিগুড়ি শহরের বুকে রিস্কা চালানো রমেশকে। করোনার
সংক্রমন রোধে রাজ্যে চলছে আংশিক লকডাউন।সচেতন নাগরিকরা অযথা রাস্তায় বার না হওয়ায় সুনসান শহরের রাজপথ থেকে অলিগলি। জার ফলে চরম বিপাকে পড়েছে শিলিগুড়ির রিস্কা চালকেরা, সকাল থেকেই যাত্রীর আশায় মোড়ে মোড়ে দাড়িয়ে থেকেও যাত্রীর অভাবে খালি হাতে বাড়ি ফিরছে তারা। আর পাঁচটা রিকশাচালকের মত একই হাল রমেশ দাসের।
বিগত ১৫ বছর ধরে রিস্কা চালিয়ে পরিবারের সমস্ত দায় ভার তারই কাধে,এর আগে একটি ফ্যাক্টরিতে কাজ করতেন রমেশ। সেখানে কাজ করার সময় ভয়াবহ দুর্ঘটনায় হাত খোয়া যায়। অবশেষে রমেশ শারীরিকভাবে অক্ষম হয়ে যাওয়ায় কোনো কাজ না পেয়ে রিস্কা চালানোর পেসার সাথেই যুক্ত হয়। বর্তমানে তিন চাকার রিস্কা চালক রমেশ। স্ত্রী, সন্তান নিয়ে দিন আনা দিন খাওয়া পরিবারের ভরসা রিস্কার যাত্রী। তবে সুনসান রাস্তা থাকায় রুটি রোজগারে ভাটা পড়েছে, রামেশের আশা খুব শীঘ্রই দুর হবে এই সংক্রমন কাল এবং আগের মতন উপার্জন হবে রাস্তায় বের হলেই। আবার আসবে সেই সুখের দিন।