শিলিগুড়ি,১লা জুন,তনময়় চক্রবর্তী: শিলিগুড়ির বানেশ্বর মোড় এলাকায় থেকে ২৫ কিলো গাঁজা সমেত গ্রেপ্তার দুই ।লাগাতার বেআইনি কারবারের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা। শনিবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার অন্তর্গত আশিঘর আউটপোস্ট এর সাদা পোশাকের পুলিশ বানেশ্বর মোড় এলাকা থেকে দুটি ব্যাগ সমেত গাঁজা উদ্ধার করে। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে ভক্তিনগর থানার আশিঘর আউটপোস্ট পুলিশ।
বানেশ্বর মোড় এলাকায় গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে সমীর রায় ও উমেশ রায় নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। আশিঘর আউটপোস্ট এর পুলিশ সূত্রে জানা যায় ধৃতদের কাছ থেকে ২৫কেজী গাজা উদ্ধার হয়। যার বাজার মূল্য আনুমানিক ২৫ লক্ষ টাকা ।ধৃত দুই ব্যক্তি বেশ কয়েকদিন ধরেই অবৈধ ভাবে শিলিগুড়ি শহরে গাঁজা বিক্রি করে আসছিল বলে পুলিশ বিভিন্ন সূত্রে জানতে পেরেছে ।ধৃত সমীর রায়ের বাড়ি দক্ষিণ একটিয়াশাল ও উমেশ রায়ের বাড়ি ভোলা নাথ পাড়া । অভিযুক্তদের কে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়।