পরিমল রায়,৭জুলাই, শিলিগুড়ি : গোপন সুত্রের খবরের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এর শিলিগুড়ি থানার প্লেন ক্লথস্ পার্টি উদ্ধার করলো প্রচুর পরিমানে নেশার ইনজেকশন৷ শিলিগুড়ির পানিট্যাঙ্কি রামকৃষ্ণ মাঠ সংলগ্ন এলাকা থেকে ঐ নেশার ইনজেকশন সহ দুইজনকে গ্রেফতার করলো শিলিগুড়ি থানার প্লেন ক্লথ পুলিশ পার্টি৷
গ্রেফতার হওয়া ব্যাক্তিদের নাম সন্দিপ বিশ্বাস এবং দ্বীপজ্যোতি মজুমদার। তারা দুজনেই শিলিগুড়ি পুর নিগমের ১৪নম্বর ওয়ার্ডের বাসিন্দা৷ তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বুপরেনোরফাইন লুপিজেসিক ইনজেকশন, ডায়াজল্যাব ইনজেকশন, প্রোমেথাজাইন হাইপোক্লোরাইট ইনজেকশন৷
এই দুই নেশার ইনজেকশন পাচার কারি ব্যাক্তিদের নামে ড্রাগস এন্ড কসমেটিস এক্ট এ কেস করা হয়েছে৷ বুধবার গ্রেফতার হওয়া অভিযুক্তদের শিলিগুড়ি কোর্টে তোলা হয় ৷ এই চক্রে আরও কেউ জড়িয়ে রয়েছে কিনা তা জানতে পুরো ঘটনাটার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি থানার প্লেন ক্লথ পুলিশ পার্টি৷