ফ্ল্যাশ মিডিয়া নিউজ, ২০সেপ্টেম্বর, মালদা: টিউশন পড়তে যাওয়ার সময় রাস্তা থেকে স্কুলছাত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ। অভিযোগ এলাকারই তিন ব্যক্তির বিরুদ্ধে।মালদার রতুয়া থানার দেবীপুর গ্রাম পঞ্চায়েতের মাকাইয়া গ্রামের ঘটনা।তবে অধরা তিন অভিযুক্তই।অভিযুক্তরা একটি রাজনৈতিক দলের ঘনিষ্ট হওয়ায় ব্যবস্থা নিচ্ছে না পুলিশ দাবি নাবালিকার পরিবারের।
ধর্ষিতার পরিবারের অভিযোগ পার্শ্ববর্তী গ্রাম বালুপুর এলাকার বাসিন্দা রহিমুল হক, টিউশনি পড়তে যাওয়ার সময় ওই নাবালিকাকে জোরপূর্বক গাড়িতে তুলে নেয়। এরপর মাদক খাইয়ে রহিমুল এবং তার দুই সহযোগী মোট তিনজন মিলে ওই নাবালিকাকে সারাদিন ধর্ষণ করে বলে অভিযোগ। এরপর ঐ নাবালিকাকে ফেলে রেখে চলে যায়।
অচৈতন্য অবস্থায় কোনরকমে ওই নাবালিকা বাড়িতে আসে। একটু সুস্থ হলে সমস্ত ঘটনা তার পরিবারের সদস্যদের জানায়।এরপরই পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে রতুয়া থানায় অভিযোগ দায়ের করে। মূল অভিযুক্ত রাজনৈতিক কর্মী হওয়ার ব্যবস্থা নিচ্ছে না পুলিশ,এমনই অভিযোগ পরিবারের। ঘটনার পর থেকেই ৩ অভিযুক্ত বেপাত্তা।রতুয়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনার পর থেকে অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে। তাদের খোঁজে তল্লাশি চলছে।