জহিরুল হক,২৬জুলাই, রাজগঞ্জ: একটি মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারাল ১৬বছর বয়সের এক স্কুল ছাত্রীর। জানা গিয়েছে ঐ স্কুল ছাত্রীর নাম মিতালি রায়। ওই পথদুর্ঘটনায় আহত হয়েছে সাত জন, ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের সাহুডাঙ্গীর নওয়াপাড়া পেট্রোল পাম্পের সামনে।স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার সন্ধ্যায় বাড়ির সামনে দুই নাবালিকা বসেছিলো, এমন সময় আচমকাই একটি চারচাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুইজনকে ধাক্কা মেরে রাস্তার পাশে ইলেকট্রিক পোস্ট ভেঙ্গে খাদে পরে যায়।
ওই গাড়িতে ৬ জন আরোহী ছিল বলে জানা গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক ।ঘটনার খবর পেয়ে ছুটে যায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ এর নিউ জলপাইগুড়ি থানার পুলিশ কর্মীরা, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। সেখানেই কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করে। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়।