ইসলামপুর, ১৪মে,দেবাশিস দাস:পিতৃস্মৃতিকে আগলে রেখে কোভিড আক্রান্তদের পাশে দাঁড়ালো ইসলামপুরের এক হোটেল ব্যবসায়ী এবং তাঁর স্বেচ্ছাসেবী সংগঠন। ইসলামপুর শহরের চৌরঙ্গী মোড় এলাকার এক হোটেল মালিক সন্দীপ সরকার জানিয়েছেন, যেসব আক্রান্তরা বাড়িতে সেল্ফ আইসোলেশনে থেকে নিজের চিকিৎসা করাচ্ছেন তাদের দুপুরের খাবারের ব্যবস্থা তারা করছেন । কোভিড আক্রান্তদের দুপুরের খাবারের বন্দোবস্ত সমস্ত কোভিড প্রটোকল মেনে আক্রান্তদের বাড়িতে তাদের ডেলিভারি বয় দিয়ে পৌঁছে দিচ্ছেন। ব্যবসায়ীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ইসলামপুর শহরবাসী।
ভয়াবহ অতিমারি করোনার দ্বিতীয় ঢেউয়ে হুহু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বহু মানুষ করোনা আক্রান্ত হয়ে নিজেদের বাড়িতেই হোম আইসোলেশনে রয়েছেন। বাইরে বের হতে না পারায় তাঁদের খাবার সংগ্রহে সমস্যা দেখা দিয়েছে। এই সমস্যা নিরসনে এগিয়ে এলেন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের এক হোটেল ব্যাবসায়ী। তাঁর স্বর্গীয় পিতার স্মৃতির উদ্দেশ্যে একেবারে নিখরচায় কোভিড আক্রান্তদের বাড়িতে বাড়িতে দুপুরের খাবার ডেলিভারি বয় দিয়ে পৌঁছে দিচ্ছেন হোটেলের কর্নধার সন্দীপ সরকার। কোভিড আক্রান্ত মানুষদের জন্য দুপুরের মেনুতে থাকছে ভাত, ডাল, রুটি, সবজি, ভাজা এবং একটি সেদ্ধ ডিম।
অসহায় আক্রান্ত প্রতিবেশীদের সাধ্যমতো সাহায্য করা যে সামাজিক দায়িত্বের মধ্যে পড়ে তা মনে করিয়ে দেন হোটেল ব্যাবসায়ী সন্দীপ সরকার। আর তাই তিনি তাঁর পিতার স্মৃতির উদ্দেশ্যে এখন থেকে প্রতিদিন করোনা আক্রান্ত হোম আইসোলেশনে থাকা অপেক্ষাকৃত দুস্থ মানুষদের বাড়ি বাড়ি বিনামূল্যে দুপুরের খাবার পৌঁছে দিচ্ছেন। আশা তাঁর মতো এই ভয়াবহ অতিমারি করোনা কালে সকলেই এগিয়ে আসুক একজন করোনা যোদ্ধা হিসেবে।