প্রসেনজিৎ রাহা,১৯আগস্ট, শিলিগুড়ি: করোনা মোকাবিলায় ঝাঁপিয়ে পড়েছে রাজ্য। এখনও রাজ্য জারি কড়া বিধিনিষেধ। বন্ধ রয়েছে লোকাল ট্রেন। এই নিষেধাজ্ঞার সুফল যে মিলেছে তা করোনা আক্রান্তের সংখ্যা দেখেই পরিষ্কার। অনেকটাই বাগে এসেছে সংক্রমণ। তবে গত ২৪ ঘণ্টায় বাংলায় ফের সামান্য বাড়ল রাজ্যের দৈনিক সংক্রমণ। বুধবার নতুন করে সংক্রমিত হয়েছেন ৬৪৬ জন। রাজ্যে করোনায় মৃত ৭জন। যা সামান্য হলেও উদ্বেগ বাড়িয়েছে আমজনতার।
তবে এসবের মাঝে আশার আলো ঊর্ধ্বমুখী সুস্থতার হার। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ৮৮ জন উত্তর ২৪ পরগনার। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে ফের প্রথম স্থানে উত্তর ২৪ পরগনার জেলা। দ্বিতীয় স্থানে ফের কলকাতা । একদিনে সংক্রমিত কলকাতার ৮৬ জন। এক ধাক্কায় অনেকটা সংক্রমণ বেড়েছে তিলোত্তমায়। তৃতীয় স্থানে হুগলি। একদিনে হুগলির ৫৭ জনের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস।চতুর্থ স্থানে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে সংক্রমিত ৪৮ জন।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় কম বেশি রাজ্যের বাকি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। একদিনে পজিটিভিটি রেট ১.৪৭ শতাংশ। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,৪০,২৫৮। অপরদিকে বুধবার করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ৭ জনের। মৃত্যুর নিরিখে প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা। একদিনে করোনার বলি উত্তর ২৪ পরগনার ২ জন।
তবে উল্লেখযোগ্যভাবে গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনায় মৃতের সংখ্যা শূন্য। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮, ৩২৫ জন। বুধবার করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৬৬০ জন।এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,১২,২১৮। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.১৮ শতাংশ। এখনও পর্যন্ত মোট করোনা পরীক্ষা হয়েছে ১,৬৪,৯৪,০৭৭ জনের। অন্যদিকে রাজ্য জুড়ে চলছে করোনার টিকা দান।