জনার্দন রায়, ২৭ আগস্ট, ধূপগুড়ি:পরপর তিনটি দুর্ঘটনায় গুরুতর আহত হলেন ৭ জন। বৃহস্পতিবার সন্ধ্যা 6:30 নাগাদ ধুপগুড়ি ব্লক এর এশিয়ান হাইওয়ের উপরে হরি মন্দির এলাকায় দুটি পন্য বাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হলেন ৪ জন। তড়িঘড়ি তাদের উদ্ধার করে স্থানীয়রা ধুপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় স্থানীয় বাসিন্দারা এবং পুলিশ। এই দুর্ঘটনার ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় 48 নং এশিয়ান হাইওয়েতে। ঘটনাস্থলে পুলিশ এবং দমকলবাহিনী পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।
অন্যদিকে ধুপগুড়ি ব্লক করিঝুমুর এবং লাল স্কুল এলাকায় দু’টি পৃথক দুর্ঘটনায় আরো 3 জন গুরুতর আহত হয়েছেন । তাদেরকে উদ্ধার করে দমকল বাহিনীর কর্মীরা ধুপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু প্রত্যেকেরই অবস্থা আশঙ্কাজনক থাকায় সকলকেই জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি গুলিকে পুলিশ আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।