ফ্ল্যাশ মিডিয়া নিউজ ডেস্ক,৩আগস্ট, কালিয়াচক: যত কাণ্ড কালিয়াচকে। এবার জাল নোট-সহ ধরা পড়ল এক কিশোর। বিস্ময়ের আরও বাকি! ধৃত সপ্তম শ্রেণির ছাত্র। এবং সে পড়াশুনোয় মেধাবি। তবে হাত পাকিয়ে ফেলেছে জাল নোট পাচারে। সোমবার গোপন সূত্রে খবর পেয়ে জাল নোট পাচার রুখতে অভিযান চালায় কালিয়াচক থানার পুলিস। অভিযানে গ্রেফতার করা হয় কালিয়াচকের বাসিন্দা ওই কিশোরকে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট। ওই কিশোর সপ্তম শ্রেণির ছাত্র। সে পড়াশুনোয় মেধাবি বলে জানতে পেরেছে পুলিস। ধৃত স্থানীয় শাহাবাজপুর পাবলিক স্কুলের প্রথম স্থানাধিকারী। তার কাছে মিলেছে ৫০০ টাকার ৪০০টি নোট। ভালো ছাত্র হলেও কেন এই পাচারে যুক্ত হল, তাকে কি বাধ্য করা হয়েছে? গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিস।