শিলিগুড়ি,১৬জুন,প্রসেনজিৎ রাহা: শিলিগুড়ির বাম শিবিরে ফের ধাক্কা। বাম থেকে গৌতম দেবের হাত ধরে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসে যোগ পুরনো বাম নেতা-নেত্রীদের। বুধবার শিলিগুড়ির ৪৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার প্রীতিকণা বিশ্বাস সহ তার হাত ধরে একাধিক সিপিআইএম কর্মী বুধবার তৃণমূলে যোগ দেন। পাশাপাশি শিলিগুড়ি বিজেপি থেকে ১৭নং ওয়ার্ডের এক দাপুটে বিজেপি কর্মীও যোগ দেন তৃণমূলে।
দার্জিলিং জেলা তৃনমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে গৌতম দেব জানান, করোনা আবহ না থাকলে ৪৪ নম্বর ওয়ার্ড থেকে বিশাল সংখ্যক মানুষ তৃণমূল কংগ্রেসে যোগ দান করতো। অন্যদিকে সদ্য সিপিআইএম থেকে তৃণমূলে যোগ দেওয়া প্রীতিকণা বিশ্বাস জানান রাজ্যের উন্নয়নের ধারা বজায় রাখতে এবং সাম্প্রদায়িক শক্তিকে রুখতে তৃণমূলে যোগ দিলেন তিনি ।
অন্য প্রশ্নের উত্তরে গৌতম দেব জানান উন্নত মানের স্টেডিয়ামের রূপে তুলে ধরতে শিলিগুড়ি ইনডোর স্টেডিয়ামকে নতুন আঙ্গিকে সাজানো হচ্ছে। এই বিষয়ে রাজ্যের দুই মন্ত্রীর সাথে ইতিমধ্যে আলাপ-আলোচনা করেছেন শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব।