শিলিগুড়ি,২২ জুন,অভিষেক সিনহা: ফের সেক্স র্যাকেট এর হদিশ মিলল শিলিগুড়িতে। গোপন সুত্রে খবর পেয়ে শিলিগুড়ি থানার অন্তর্গত রবীন্দ্র নগর এলাকার একটি বাড়িতে অভিযান চালায় শিলিগুড়ি থানার পুলিশ। মেলে সাফল্য। পুলিশের জালে ধরা পরে এই র্যাকেট এর সঙ্গে যুক্ত দুই অভিযুক্ত।
গোপন সুত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পুলিশ শিলিগুড়ি রবীন্দ্র নগর এলাকার একটি বাড়িতে হানা দিয়ে সেক্স র্যাকেট এর পর্দা ফাঁস করার পাশাপাশি এই র্যাকেট এর সঙ্গে যুক্ত এক দম্পতিকে গ্রেপ্তার করে পুলিশ।পুলিশ জানিয়েছে তারা দুজন স্বামী-স্ত্রী। গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম সুরজিৎ মন্ডল । তারা দুজনেই বেশ কিছুদিন যাবত শিলিগুড়ি শহরের বিভিন্ন এলাকায় এই সেক্সর্যাকেট চালাত।
পুলিশ সুত্রে আরও জানা গিয়েছে ওই দম্পতি বর্ধমান জেলার বাসিন্দা। তবে দীর্ঘ দিন থেকেই তারা শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার ইসকন রোড এলাকাতেও এই সেক্স র্যাকেট এর ব্যবসা চালিয়ে আসছিল।মঙ্গলবার গোপন সুত্রে খবর মিলতেই অভিযুক্ত দুজনকেই হাতেনাতে পাকড়াও করে শিলিগুড়ি থানার পুলিশ । ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে তোলা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে এই র্যাকেট এর সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না তা তদন্ত করে দেখছে পুলিশ।