শিলিগুরি,২৫এপ্রিল,প্রসেনজিৎ রাহাঃ বাড়ির ভেতরে দেদারে চলছে অসামাজিক কার্যকলাপ, এমনটাই অভিযোগ প্রতিবেশীদের।আর এতে বাঁধা দিতে গিয়েই ফাটল মাথা। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি ইষ্টার্ন বাইপাস সংলগ্ন পঞ্চানন রোডে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার একটি বাড়িতে থাকা বেশ কয়েকজন তরুণীর জীবনযাপন নিয়ে নানান সন্দেহ রয়েছে এলাকাবাসীদের মধ্যে। আর তা নিয়েই রবিবার বিকেলে অশান্তি ছড়ালো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার আশিঘর আউটপোস্ট এলাকায়।
তবে যে বাড়ির বিরুদ্ধে অভিযোগ সেই বাড়ির গৃহকর্তার বক্তব্য, তার বাড়িতে কোন রকম অসামাজিক কার্যকলাপ চলে না বরং তার মেয়ের গায়ে হাত দিয়েছে স্থানীয় এক যুবক। গৃহকর্তার অভিযোগ তার মেয়ে রবিবার সন্ধ্যায় রাস্তায় দাঁড়িয়ে তার প্রেমিকের সাথে ফোনে গল্প করছিল, সেই সময় স্থানীয় এক যুবক তার মেয়েকে ধাক্কা দেয়, এর প্রতিবাদ করে ওই তরুণী, তখনই এলাকায় জমে যায় ভিড়। উঠতে থাকে নানা অভিযোগ।
এলাকাবাসীদের অনেকেই অভিযোগ করেন ওই তরুণীদের বিরুদ্ধে। আর এই নিয়েই শুরু হয়ে যায় হাতাহাতি। ঘটনায় দুই পক্ষের চারজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এলাকাবাসীরা উত্তেজিত হয়ে ওই তরুণী বাড়ি ভাঙচুর করে বলেও অভিযোগ উঠেছে। অপরদিকে তরুণীর পরিবার এলাকাবাসীদের বেশ কয়েকজনকে মারধর করে বলেও অভিযোগ।
ঘটনার খবর পেয়ে ছুটে আসে ভক্তিনগর থানার আশিঘর ফাঁড়ির পুলিশ। পুলিশ এসে অবস্থা সামাল দেয়। তবে ওই তরুণী জানিয়েছে সে ফোনের তার প্রেমিকের সাথে গল্প করছিল সেই সময়ে প্রতিবেশী এক যুবক তাকে ধাক্কা দেয় আর তার থেকেই শুরু হয়েছে অশান্তি। এলাকাবাসীদের অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বলে জানিয়েছেন তরুনীর পরিবারের লোকজন। তবে এলাকাবাসীদের অভিযোগ ওই বাড়িতে চলে অবৈধ কাজ।