শিলিগুড়ি,১২জুন,প্রসেনজিৎ রাহা: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বেআইনিভাবে মদ মজুদ ও বিক্রির ডেরায় ঢুকে প্রচুর বেআইনি মদসহ ২ জনকে গ্রেফতার করে বড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ বাহিনী। শুক্রবার রাতে শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশের কাছে খবর আসে শিলিগুড়ির সর্বহারা কলোনিতে দুটি বাড়িতে রমরমা চলছে মদের কারবার।
গোপন সূত্রে ওই খবর আসার পর সাদা পোশাকের পুলিশ বাহিনীর একটি দল ক্রেতা সেজে শিলিগুড়ি পৌর কর্পোরেশন এর ২৮ নম্বর ওয়ার্ডের সর্বহারা কলোনিতে অভিযান চালায়। প্রচুর দেশি বিদেশি মদসহ বেআইনিভাবে মদ মজুদ ও বিক্রির অভিযোগে গ্রেপ্তার করা হয় শংকর বিশ্বাস কে।
এরপর পুলিশ আবার ক্রেতা সেজে হানা দেয় আর একটি মদের ডেরায়। সেখান থেকে গকুল সরকার নামে আরেক অপরাধীকে বেআইনিভাবে মদ মজুদ ও বিক্রির অভিযোগে গ্রেপ্তার করা হয়।দুই অভিযুক্তের বিরুদ্ধেই বেঙ্গল এক্সাইজ অ্যাক্টে মামলা রুজু করেছে শিলিগুড়ি থানার পুলিশ। শনিবার দুই অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে তোলা হয়। শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ সূত্রে জানা গিয়েছে উদ্ধার হওয়া মদের মূল্য কয়েক হাজার টাকা।