প্রসেনজিৎ রাহা,৪ জুলাই,শিলিগুড়ি:গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বড় সরো সাফল্য পেলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ বাহিনী। নকল সার তৈরির অভিযোগে শনিবার এক ব্যক্তিকে গ্রেপ্তার করল মাটিগাড়া থানার পুলিশ।
মাটিগাড়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম শশী রায়।তার বাড়ি মাটিগাড়ার তিপালিজোত এলাকায়। অভিযোগ, ওই ব্যক্তি সার প্রস্তুতকারক একটি সংস্থার নাম ভাঙিয়ে নকল সার তৈরি করে তা বাজারে বিক্রি করছিল। বেশ কিছুদিন ধরেই পুলিশের কাছে ঐ সার প্রস্তুতকারী সংস্থার তরফ থেকে নানান তথ্য আসছিল। এরপর পুলিশ নকল সার তৈরির ডেরার দিকে নজরদারি শুরু করে।
অবশেষে শনিবার রাতে মিলে গেল সাফল্য। হাতেনাতে নকল সার তৈরি করার সময় গ্রেফতার করা হল শশী রায় কে। মাটিগারা থানার পুলিশশশী রায়ের কারখানা থেকে নকল সার তৈরির নানান উপকরণ বাজেয়াপ্ত করেছে। অভিযুক্তকে হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ঘটনায় আরও কারা জড়িত, পুলিশ তা জানতে তদন্ত শুরু করেছে।