প্রসেনজিৎ রাহা,৫জুলাই, শিলিগুড়ি: শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এর প্রধান নগর থানার সাদা পোশাকের পুলিশের অভিযানে গ্রেফতার হল শেখ মোস্তফা আহমেদ নামে এক দুষ্কৃতী। প্রধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার রাতে জংশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সাদা পোশাকের পুলিশ বাহিনী।
রবিবার রাতের প্রধান নগর থানার সাদা পোশাকের পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে মুর্শিদাবাদের লালগোলা থেকে শিলিগুড়িতে ১১০ গ্রাম ব্রাউন সুগার নিয়ে এক ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে এসেছে। এবং সে জংশন এলাকা তে ক্রেতার জন্য অপেক্ষা করছে।
এই খবর পাওয়া মাত্রই অভিযান চালায় প্রধান নগর থানার পুলিশ। জংশন এলাকা থেকে ১১০ গ্রাম ব্রাউন সুগার সহ শেখ মোস্তফা আহমেদকে গ্রেফতার করে পুলিশ। প্রধান নগর থানা সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত বীরভূমের বাসিন্দা। সোমবার তাকে শিলিগুড়ি আদালতে তোলা হয়।