Saturday, December 9, 2023
Home উত্তরবঙ্গ মহিলাদের উৎসাহ করতে কেক কাটল শিলিগুড়ি

মহিলাদের উৎসাহ করতে কেক কাটল শিলিগুড়ি

পরিমল রায়,৩আগস্ট, শিলিগুড়ি: অলিম্পিকে ভারতীয় মেয়েদের জয়জয়কার। মীরাবাই, সিন্ধু, লাভলিনা, কমলপ্রীতরা নতুন ভোর এনেছে।প্রথমবার ভারতীয় মহিলা হকি দল সেমিফাইনালে উঠেছে। দীর্ঘদিন পর পুরুষ দলও শেষ চারে জায়গা করে নিয়েছে৷ ভারতীয় খেলোয়াড়দের উৎসাহিত করতে মঙ্গলবার শিলিগুড়ি ক্রিকেট লাভার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মাঠে কেক কাটা হয়৷

গ্রীষ্মকালিন অলিম্পিক গেমস চলছে জাপানের টোকিও শহরে৷ গত ২৩জুলাই থেকে শুরু হয়েছে অলিম্পিক গেমস এবং চলবে আগামী ৮আগস্ট পর্যন্ত৷ 200 এর বেশি দেশের ক্রীড়াবিদরা অংশ গ্রহন করছে এই সেরা সম্মানের ক্রীড়া প্রতিযোগীতায়৷ এবারে ভারতের ১২৭জন প্রতিযোগী অংশ নিয়েছেন অলিম্পিক গেমসে।

তার মধ্যে ৭১জন পুরুষ ও ৫৬জন মহিলা৷ অলিম্পিকে বাংলা থেকে তিন জন ক্রিড়াবিদ অংশ গ্রহন করছে৷ অলিম্পিক গেমসে অংশ গ্রহনকারী ভারতীয় সমস্ত ক্রিড়াবিদদের উৎসাহ প্রদানের জন্য কেক কাটলো শিলিগুড়ি ক্রিকেট লাভার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশন।

শিলিগুড়ি ক্রিকেট লাভার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতী মনোজ ভার্মা বলেন, খেলার প্রতি মেয়েদের উৎসাহ প্রদানের জন্য এই আয়োজন করা হয়৷ ইতি মধ্যে ভারত বেশ কয়েকটি পদক পেয়েছে৷ আগামীতেও ভারতের ক্রিড়াবিদরা পদক জিতবে৷ ভারতিয় ক্রিড়াবিদদের উৎসাহ প্রদানের জন্যই এই কেক কাটা হয়৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

একের পর এক বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে শিলিগুড়িতে।

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি ২৫ নভেম্বরঃ ফের অবৈধ নির্মাণ ভেঙে দিল শিলিগুড়ি পুর নিগমএকের পর এক শহরে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণের বিরুদ্ধে সরব হয়েছে শিলিগুড়ি...

ভয়া*বহ আ*গুন আসানসোলের কুলটি স্টেশনে।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা ২৫ নভেম্বরঃ শনিবার সকালে ভয়াবহ আগুন লেগে গেল আসানসোলের কুলটি স্টেশনে। আসানসোল রেল ডিভিশন সূত্রে দাবি, এই ঘটনায় কোন হতাহতের খবর...

এ এক আশ্চর্য রহস্য! জিপিএস সিগন্যাল হারিয়ে ফেলছে ভারতীয় বিমান!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা ২৫ নভেম্বরঃ মধ্যপ্রাচ্যের আকাশে জিপিএস সিগন্যাল হারিয়ে ফেলছে ভারতীয় বিমানগুলো, ঘনাচ্ছে রহস্য।এ এক আশ্চর্য রহস্য! মধ্যপ্রাচ্যের আকাশে ওড়ার সময় অনেক ক্ষেত্রেই জিপিএস...

গোষ্ঠীকোন্দল মেটাতে বঞ্চিত’দের কাছে টানলেন মমতা!

নিজস্ব সংবাদদাতা,কলকাতা ২৪ নভেম্বরঃ 'বঞ্চিত’দের কাছে টানলেন মমতা, লোকসভার আগে গোষ্ঠীকোন্দল মেটাতে আসরে তৃণমূল নেত্রী।সামনেই লোকসভা ভোট। তাঁর আগে জেলায় জেলায় কর্মীদের অন্তর্কলহ প্রকাশ্যে...

Recent Comments