জহিরুল হক,১০আগস্ট, শিলিগুড়ি: গাঁজা সহ এক ব্যাক্তিকে গ্রেপ্তার করলো এনজেপি থানার পুলিশ।তদন্তের স্বার্থে ধৃতকে রিমান্ডের আবেদন আদালতে।কলকাতা সহ ভীনরাজ্যে গাঁজা পাচারের মুল করিডর হয়ে উঠেছে শহর শিলিগুড়ি।মাঝে মধ্যই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অভিযানে ফুলবাড়ি, মাটিগাড়া সহ বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হচ্ছে বিপুল পরিমানে গাঁজা।তার পরেও এই অসাধু ব্যাবসায়িরা অবাধে তাদের কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।
সোমবার আরোও একবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজেপি থানার সাদা পোশাকের পুলিশের অভিযান চালিয়ে ফুলবাড়ির জটিয়াকালি থেকে এক ব্যাক্তিকে গাঁজা সহ গ্রেপ্তার করল।গোপন সুত্রের খবরের ভিত্তিতে এদিন পুলিশ অভিযান চালিয়ে একটি ছোট চারচাকার গাড়ি আটক করে। গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৪০ কিলো গাঁজা।যার বাজার মুল্য প্রায় ৪ লক্ষ টাকা।ঘটনায় গ্রেপ্তার করা হয় বসুন্ধরা আবাসনের বাসিন্দা শীতল কুমার রাইকে।
এনজেপি পুলিশ সুত্রে জানাগেছে কুচবিহার থেকে গাঁজা গুলি জটিয়াকালি আনা হয়েছিল।তবে কিজন্য ও কোথায় নিয়ে যাওয়া হত বা এই চক্রে আরোও কেও জড়িত কিনা, তার তদন্তের জন্য মঙ্গলবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে ৫ দিনের রিমান্ডের আবেদন জানানো হয় বলে জানা গেছে।