প্রসেনজিৎ রাহা, ৩১আগস্ট, শিলিগুড়ি: শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার অন্তর্গত চম্পাসারি এলাকায় চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মঙ্গলবার সকালে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে দক্ষিণ পলাশের নতুন বাজারে একটি মুদির দোকানে টিনের চাল কেটে ঐ চুরির ঘটনা ঘটে। দোকানের বেশ কিছু সামগ্রীর পাশাপাশি ক্যাশ বাক্সে থাকা নগদ অর্থ নিয়ে গেছে দুষ্কৃতী দল।
এরপর দোকানের মালিক বিষয়টি প্রধান নগর থানায় জানালে ঘটনার তদন্তে আসে প্রধান নগর থানার পুলিশ।পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পুলিশের টহলদারি কম থাকাতেই চোরের দল এমন ঘটনা মাঝে মাঝেই ঘটাচ্ছে।