শিলিগুড়ি,২১মে, ফ্ল্যাশ মিডিয়া নিউজ:রোগীদের হাসপাতালে পৌঁছে দিচ্ছেন শিলিগুড়ির বাইক অ্যাম্বুলেন্স দাদা। একে তো চলছে লকডাউন। বন্ধ যানবাহন। এছাড়াও অনেকের সামর্থের বাইরে অ্যাম্বুলেন্স ভাড়া করে চিকিৎসা করতে যাওয়া। সেই সকল সাধারণ মানুষকে পরিষেবা দিতে এগিয়ে এলো শিলিগুড়ি একটি সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি।
করিমুল হক এর বাইক অ্যাম্বুলেন্সের চিন্তা ধারাকে কাজে লাগিয়ে শহর শিলিগুড়িতে ও পার্শ্ববর্তী এলাকায় সাধারণ মানুষকে বিনা পয়সায় বাইক অ্যাম্বুলেন্সর পরিষেবা দিতে উদ্যোগ গ্রহণ করেছে তারা । বর্তমানে সংগঠনের কাছে একটি বাইক অ্যাম্বুলেন্স এর মাধ্যমে রোগীদের চিকিৎসা করতে পৌঁছে দেওয়া হচ্ছে চিকিৎসা কেন্দ্রে পাশাপাশি যে সকল রোগীরা ওষুধ কিনতে সচরাচর বের হতে পারে না বাড়ির বাইরে তাদের কাছেও ওষুধ পৌঁছে দিচ্ছে শিলিগুড়ির ঐ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির স্বেচ্ছাসেবকেরা।
সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য রাকেশ দত্ত দীর্ঘদিন ধরেই এই কাজ করে আসছেন। এই ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সুবিধা হচ্ছে প্রচুর সাধারণ মানুষের। বিশেষ করে যারা অ্যাম্বুলেন্সের সমস্যার জন্য হাসপাতালে যেতে পারছেন না বা যারা ওষুধ কেনার জন্য বের হতে পারছেন না বাড়ির বাইরে।