শিলিগুড়ি,১৫জুন,জহিরুল হক: শিলিগুড়ি শহরেরবৃহন্নলাদের খাদ্য সামগ্রী দিয়ে সাহায্যে করলো ডাবগ্রাম ফুলবাড়ির একটি স্বেচ্ছাসেবী সংগঠন।দির্ঘ লকডাউন ও কড়া বিধিনিষেধের কারণে জীবন জীবিকা নিয়ে বিপাকে এই তৃতিয় লিঙ্গের মানুষেরা।অর্থের সাথে সাথে খাদ্যের সংকটেও ভুগছে এরা।
মূলত সন্তান জন্মের খবর পেলেই সেই বাড়ির দরজায় গিয়ে খুশি হবার অর্থ হাত পেতে নিয়েই জীবন জাপান করতে হয় ওদের।
কিন্তু বিগত দেড় বছরের বেশি সময় ধরে লকডাউন এবং ওরা বিধিনিষেধের কারণে তাদের কেউ থাকতে হচ্ছে গৃহবন্দী। আর সেই কারণেই অর্থ এবং খাদ্য সংকটে পড়তে হচ্ছে বৃহন্নলাদের।
মঙ্গলবার তাদের কেই সহায়তার হাত বাড়িয়ে দিল শহর শিলিগুড়ির এক স্বেচ্ছাসেবী
সংস্থা।
একমাসের খাদ্য সামগ্রি তাদের হাতে তুলে দেন তারা। সংস্থার পক্ষ থেকে গৌতম গোস্বামী জানান, বৃহন্নলারা মানুষের বাড়ি গিয়ে সামান্য আনন্দ ও আশির্বাদ বিনিময় করে অর্থ উপার্জন করে জীবিকা নির্বাহ করেন।বর্তমানে কর্মহীন তারা।তাই তাদের প্রায় একমাসের খাওয়ার প্রদান করা হল।আগামীতেও তাদের সাহায্যে তাদের সংস্থা এগিয়ে আসবে বলে জানান তিনি।