জহিরুল হক,২৬জুলাই, শিলিগুড়ি: চুরির সামগ্রী সহ এক দুস্কৃতিকে গ্রেপ্তার করলো এন জে পি থানার পুলিশ।গত ২২ শে জুলাই ফুলবাড়ি পুর্ব ধনতলা এলাকার একটি বাড়ির তালা ভেঙে টিভি সহ সোনার অলংকার চুরির ঘটনা ঘটে। পরবর্তিতে চুরি সংক্রান্ত লিখিত অভিযোগ দায়ের হয় এন জে পি থানায়।
ঐ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে এন জে পি থানার সাদা পোশাকের পুলিশ রবিবার ফুলবাড়ি চুনাভাটি থেকে সাদ্দাম হোসেন নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করে।তাকে জিজ্ঞাসবাদ করে তার বাড়ি থেকে উদ্ধার হয় টিভি সহ বেশ কিছু চুরির সামগ্রী।সোমবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে তদন্তের স্বার্থে পুলিশি রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে বলে জানাগেছে পুলিশ সুত্রে।