শিলিগুড়ি,৩০মে, জাহিরুল হক: ফের শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজেপি থানার অভিযান উদ্ধার প্রচুর পরিমানে অবৈধ দেশি ও বিদেশি মদ।
ঘটনায় গ্রেপ্তার ১ জন।শনিবার গোপন সুত্রের খবরের ভিত্তিতে নিউ জলপাইগুড়ির থানার সাদা পোশাকের পুলিশ অভিযান চালিয়ে শিলিগুড়ির রাজাহলি সংলগ্ন এলাকার একটি গুডাউন থেকে প্রচুর পরিমাণে দেশী এবং বিদেশী মদ উদ্ধার করে।
যেখানে সমগ্র রাজ্য জুড়ে চলছে লকডাউন।সমস্ত রকমের দোকানপাট বন্ধ থাকছে। সেখানে কিছু অসাধু ব্যাবসায়ি করোনার স্বাস্থ্যবিধি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বিভিন্ন জায়গায় প্রচুর মদ মজুদ রেখে চালাচ্ছে অবৈধ কারবার।শনিবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এন জে পি থানার সাদা পোশাকের পুলিশ গোপন সূত্রের খবরের সেই সেই গোডাউনে অভিযান চালিয়ে প্রচুর মদের বোতল সহ শিলিগুড়ির বাসিন্দা ৫৫ বছরের রমেশ রায় নামে একজনকে গ্রেপ্তার করে। নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ পুলিশ আজ ধৃত ব্যক্তিকে জলপাইগুড়ি আদালতে পাঠায়।